রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ৪দিন যাবৎ অটোরিক্সা চলাচল বন্ধ

রাজস্থলী প্রতিনিধি:

রাঙামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার অন্যতম ব্যস্ততম সড়কে দীর্ঘ ৪দিন ধরে অটোরিক্সা (সিএনজি) চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বাঙ্গালহালিয়া অটোরিক্সা, সিএনজি চালক ও রাইখালী সিএনজি চালক এর সাথে যাত্রীর ভাড়া আদায়কে কেন্দ্র করে তুমুল মারামারি হওয়াতে এক প্রকারের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীতে ঘটনা আরো বৃদ্ধি হওয়াতে বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা উভয় পক্ষের চালকরা সিএনজি চালানো বন্ধ করে দেয়। ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম আকার লাভ করে। গতকাল এ বিষয় নিয়ে মালিক সমিতির পক্ষে বৈঠকে বসার কথা থাকলেও বসা হয় নি।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উভয় পক্ষের অভিযোগ না পাওয়াতে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে জানান।

বাঙ্গালহালিয়া অটোরিক্সার সভাপতি তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যতক্ষণ পর্যন্ত এ সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বাঙ্গালহালিয়া চন্দ্রঘোনায় অটোরিক্সা-সিএনজি বন্ধ থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন