হালদাভ্যালী চা বাগানে শেষ হলো বাইক চ্যালেঞ্জ ও বাজাজ রান ফর ওয়াটার প্রতিযোগিতা

Ramgarh 11

রামগড় প্রতিনিধি:
পেডরোলো এনকে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ফটিকছড়ির হালদাভ্যালী চা বাগানে শনিবার অনুষ্ঠিত হয় বাজাজ রান ফর ওয়াটার প্রতিযোগিতা । ৩০জন ছেলে ও ১৫জন মেয়ে প্রতিযোগী আলাদাভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

হালদাভ্যালী চা বাগানের আকাঁবাকাঁ উঁচুনিচু ১২কিলোমিটার মেটো পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হন ফয়সাল মোহাম্মদ শান। তিনি ৪৯ মিনিট ৪২ সেকেন্ডে এ ১২কিলোমিটার পথ পরিক্রম করেন। ৪৯ মিনিট ৪ সেকেন্ডে এ পথ পাড়ি দিয়ে রানারআপ হয়েছেন মাহমুদুল হাসান অনিক। মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হন শাহারিয়া শম্পা। তিনি ৩৬ মিনিট ১৫ সেকেন্ডে সাত কিলোমিটার পথ অতিক্রম করেন। ৩৭ মিনিট ১৫ সেকেন্ডে নির্দিষ্ট পথ পাড়ি দিয়ে রানার আপ হন মৌসুমি চৌধুরী ।

উল্লেখ্য, গত শুক্রবার হালদাভ্যালী চা বাগানে অনুষ্ঠিত হয় দেশের প্রথম পেডরোলো ব্যাক মাউন্টেইন বাইক চ্যালেঞ্জ প্রতিযোগিতা। এ মাউন্টেইন বাইক চ্যালেঞ্জে অংশগ্রহণ করেন ৩০ জন প্রতিযোগী। চা বাগানের উচুঁনিচুু পথে ৩০ কিলোমিটার টি-ট্রেইল রেস অনুষ্ঠিত হয় । ১৫ কিলোমিটার করে দুইবার পরিক্রমের মাধ্যমে এ মাইন্টেইন বাইক রেস প্রতিযোগিতায় এক ঘণ্টা ২৮ মিনিট ৪৮ সেকেন্ডে ৩০ কিলোমিটার পথপাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হন ফটিকছড়ির সন্তান মিজানুল জামিল। এছাড়া এক ঘণ্টা ত্রিশ মিনিট ৪০ সেকেন্ড প্রথম রানারআপ হন আবুল বাশার ও এক ঘণ্টা একত্রিশ মিনিট ৩২ সেকেন্ড সময়ে এ পথ পাড়ি দিয়ে দ্বিতীয় রানারআপ হন জাহিদুল ইসলাম ।

শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় বাজাজ রান ফর ওয়াটার প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও পেডরোলো এনকে’র ৩০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্পের সমাপনী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পেডরোলো এনকের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পেডরোলোর এক্সপোর্ট ম্যানেজার এস.পি.এ. (ইতালি) অ্যালিসিও ফ্রাংকিত্তো, হালদাভ্যালী টি স্টেট লিমিটেডের চেয়ারম্যান মিসেস হাসিনা খান, এয়ারটেল বাংলাদেশ এর চিফ করপোরেট অ্যাফেয়ারস্ অফিসার আশরাফুল হক চৌধুরী, উত্তরা মটরসের এজিএম শহীদুল আলম, বাংলাদেশ সাইকেল শপ বিডির ব্যবস্থাপনা পরিচালক সাদাত মোনেম এবং ব্যাক’র জেনারেল সেক্রেটারি মশিউর র. খন্দকার, পেডরোলো এনকে লিমিটেডের পরিচালক ইমরান খান, হালদাভ্যালী চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলম, নারায়ন হাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাদের খান বলেন, ভবিষ্যতে এমন রোমাঞ্চণীয় খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে সুস্থ যুব সমাজ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। পুরস্কার বিতরণীটি সঞ্চালনা করেন ক্যাম্প ডিরেক্টর মেহেদী রাজীব। পুরস্কার বিতরণীর পরে অ্যাডভেঞ্চার ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়। ড়

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন