রামগড়ের হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন

Hapchhari protest 02

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের বহিষ্কারের প্রতিবাদে জালিয়াপাড়া এলাকায় মানব বন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

 আজ সকাল ১১টায় জালিয়াপাড়া চৌমুনীতে এই মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রমুলক এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান। এসময় বক্তব্য রাখেন হাফছড়ি এলাকাবাসীর পক্ষে মাসুদ রানা ও সাচিং মারমা।

উল্লেখ্য লোকাল গভার্মেন্ট সাপোর্ট (এলজিএস) প্রকল্পের এক লক্ষ টাকা আতœসাতের অভিযোগে গত ১৭জুন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব কামরুন্নাহার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশেপ্রু মারমা ও একই ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আইয়ুব আলীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন