রামগড়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে মুক্তি যোদ্ধাদের আঙ্গুল তুলে শাসালেন ওসি

received_1324806107548238

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে এবার মুক্তিযোদ্ধাদের আঙ্গুল তুলে শাসালেন রামগড় থানার ওসি মাঈন উদ্দিন খাঁন। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা সংসদ কমান্ড ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড অভিলম্বে ওসি মাঈন উদ্দিনের প্রত্যাহার দাবি জানিয়েছেন। অন্যথায় আগামী ১৬ই আগস্ট খাগড়িছড়ি জেলায় সকাল সন্ধ্যায় সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে রামগড় উপজেলা সদরে জঙ্গিবাদ বিরোধী ও মুক্তিযোদ্ধা লাঞ্চনা ও মুক্তিযোদ্ধা সন্তান হত্যার ঘটনায় পুলিশের নিবর ভূমিকার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

সকাল ১০টায় মানববন্ধন চলাকালে রামগড় থানার ওসি মাঈন উদ্দিন খাঁন আকর্ষিকভাবে এসে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিনসহ মুক্তিযেদ্ধা নেতৃবৃন্দের উপর চড়াও হন । এ সময় আঙ্গুল তুলে তাদের স্বাশিয়ে মানববন্ধন বন্ধ করতে বলেন।এতে মুক্তিযোদ্ধা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান। পরে মানববন্ধন শেষে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক বৈঠক করেন। বৈঠকে শান্তিপূর্ণ মানবববন্ধনে ওসির অনাকাঙ্খিত হস্তক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানান।

বৈঠকে আগামি ১৬ই আগস্টের মধ্যে ওসি মাঈন উদ্দিন খাঁনের প্রত্যাহারসহ উপযুক্ত শাস্তির দাবি জানান।
এই ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামি ১৬ আগস্ট থাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।

বৈঠকে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, রামগড় উপজেল মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, জেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মো. হারুন মিয়া, সদস্য সচিব আবুল কালাম আজাদ, রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খাজা নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে মুক্তিযেদ্ধাদের স্বাশানোর অভিযোগের বিষয়ে রামগড় থানার ওসি মো. মাঈন উদ্দিন খাঁনের বক্তব্য জানতে চাইলে তিনি এ অভিযোগ অশ্বিকার করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন