রামগড়ে দুর্যোগ প্রশমন সচেতনতামূলক মহড়া

fec-image

আন্তর্জাতিক দুর্যোগ প্র্রশমন দিবস ও সিপিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে রামগড়ে আলোচনাসভা ও সচেতনতামূলক বিভিন্ন মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলা মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

অনুষ্ঠিনে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, নারী কাউন্সিলর কনিকা বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী, রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ইফতেখার উদ্দিন, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশনের দমকলকর্মীদের পরিচালনায় অগ্নি দুর্ঘটনা, ভুমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলা ও আত্মরক্ষার নানা কৌশলের মহড়া প্রদর্শন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে সচেতনতামূলক এ মহড়া প্রদর্শন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুর্যোগ, প্রশমন, মহড়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন