রামগড়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

fec-image

“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির রামগড়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটিতে উপজেলার এক শ্রেষ্ঠ সমবায়ীকে ক্রেস্ট, ৫টি নতুন সমবায়ী সমিতিকে নিবন্ধন সনদ ও ৫টি সমিতিকে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শনিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, সাংবাদিক নিজাম উদ্দীন লাভলু, রামগড় ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, রামগড় ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক রাজু মারমা।

আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম।

উপজেলা সমবায় কর্মকর্তা জানান, উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হন রামগড় ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.রফিকুল আলম কামাল।

নতুন নিবন্ধন সনদপ্রাপ্ত ৫টি সমিতি হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সমবায় সমিতি লিমিটেড, বলিপাড়া আলোকিত যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, রামগড় ট্রাক শ্রমিক কল্যাণ সমবায় সমিতি, থলিবাড়ি গাভী পালন সিআইজি (প্রাণি সম্পদ) সমিতি, পাকলাপাড়া গরুর রিষ্ট পুষ্টকরণ সমবায় সমিতি।

যেসকল সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তরা হলো, রামগড় ইজিবাইক সমবায় সমিতি, রামগড় মৃত্তিকা সংরক্ষণ সরকারি কর্মচারী সমবায় সমিতি, আল আমিন বহুমুখী সমবায় সমিতি, ট্রাক ও মিনি ট্রাক চালক সমবায় সমিতি, খাগড়াবিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

অনুষ্ঠানে রামগড় ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদকসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন