রামগড়ে ৮৯৪২ ভোট বেশি পেয়ে এগিয়ে আছে নৌকা প্রতীক

করিম শাহ, রামগড় : খাগড়াছড়ি আসনের রামগড় উপজেলার ফলাফলে  আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক পেয়েছেন ১২৭৬১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত প্রশিত বিকাশ খীসা হাতি প্রতীকে পেয়েছেন ৩৮১৯, জাতীয় পার্টির সমর্থন দাবিদার সোলায়মান আলম শেঠ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১১৯৭, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এম. এন লারমা গ্রুপ সমর্থিত সতন্ত্র প্রার্থী মৃনাল কান্তি ত্রিপুরা বই প্রতীকে পেয়েছেন ৩৯৭ ও সতন্ত্র প্রার্থী উজ্জল স্মৃতি চাকমা টেবিল প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট।

রামগড় উপজেলা পর্যায়ে ফলাফল বিশ্লেষণে দেখা গেছে আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত প্রশিত বিকাশ খীসার চেয়ে ৮৯৪২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

এসময় রামগড় উপজেলা নির্বাচনী দায়িত্বে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম নিবিড় পর্যবেক্ষণে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন  ৫ জানুয়ারি রোববার সারা দেশের ন্যায় ২৯৮ নং খাগড়াছড়ি পার্বত্য আসনের রামগড় উপজেলায় সকাল ৮ থেকে টানা বিকেল ৪ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। উপজেলায় মোট ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২১টি কেন্দ্রে ১০৪টি ভোট কক্ষে পুরুষ ভোটার ২৩,০৭৮ জন ও মহিলা ভোটার ২১,৫২২ জন মোট ৪৪,৬০০ ভোটারের মধ্য সংগৃহীত মোট বৈধ ভোট ১৮২৫৯, বালিতকৃত ভোট ৮১৮টি। সর্বমোট ভোট পড়েছে ১৯০৭৭টি।  

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন