রামুতে কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রামু প্রতিনিধি:

রামুতে কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ৩৫৩জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম।

রামু কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজল আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ আবদুর রহিম ও সাধারণ সম্পাদক এভারেস্ট টিচিং ইন্সটিটিউট এর শিক্ষক বিশ্বজিত বড়ুয়া জানিয়েছেন, সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাগ্রহণ সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রথম শ্রেণির ১০৪জন, দ্বিতীয় শ্রেণির ৯৭জন, তৃতীয় শ্রেণির ৬২জন, চতুর্থ শ্রেণির ৫৩জন এবং পঞ্চম শ্রেণির ৩৭ ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে।

পরীক্ষা চলাকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দের মধ্যে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এভারেস্ট টিচিং ইন্সটিটিউট এর রাজু বড়ুয়া, ফজল আমিম্বয়া কেজি স্কুলের আবদুর রহিম, ট্যালেন্টস স্কুলের নুরুল আজিম, গোয়ালিয়াপালং কেজি স্কুলের মো. জুবাইর, ইউনিভার্সেল একাডেমির বদিউল আলম, আমির মুর্তজা কেজি স্কুলের সাইফুল ইসলাম, মডার্ণ কেজি স্কুলের নজরুল ইসলাম, তেচ্ছিপুল আইডিয়াল কেজি স্কুলের মিজানুর রহমান, চাকমারকুল কেজি স্কুলের সাইফুল ইসলাম, চেইন্দা কেজি স্কুলের দেলোয়ার হোসাইন, গ্রামীন একাডেমীর জয়নাল আবেদিন, নবরত্ন কেজি স্কুলের মনিরুল ইসলাম, ডিসি ক্যামব্রিয়ান এর মো. আমিন, মডেল কেজি স্কুলের মোহছেনা আকতার প্রমুখ। আগামী ১৭ ডিসেম্বর পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বলে জানান আয়োজকরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন