রামুর কচ্ছপিয়ায় ৪টি সড়ক উদ্বোধন-ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি কমল

fec-image

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে চারটি সড়কের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার প্রতিটি গ্রাম এখন শহরে উন্নীত হচ্ছে। গ্রামের মানুষ আজ শহরের সেবা পাচ্ছেন। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। গ্রাম পর্যায়ে উন্নয়নের মাধ্যমেই দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন তিনি। দেশের কোন গ্রামে এখন আর কূড়েঘর নাই। দেশের সাধারণ মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নসহ সকল প্রকার মৌলিক চাহিদা পূরণ করছে বর্তমান সরকার। অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশের মানুষ আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার (২৫ জুলাই) সড়ক উদ্বোধনকালে পৃথক পথসভায় এমপি কমল এসব কথা বলেন।

সাইমুম সরওয়ার কমল এমপি মঙ্গলবার বেলা ১২টায় কচ্ছপিয়া ইউনিয়নে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ইউপি চেয়ারম্যান-মেম্বারের নেতৃত্বে হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। পরে তিনি এলজিইডি’র বাস্তবায়নে তুলাতলী আবাসন সড়ক বিসি দ্বারা উন্নয়ন (১১০০ মিটার), গর্জনিয়া বাজার বড় জাংছড়ি সড়কের ২ কিলোমিটার এইচবিবি দ্বারা উন্নয়ন, সুজা-মাঝিরঘাট সড়ক (কচ্ছপিয়া হাইস্কুল-ছোট জাংছড়ি সাব প্রজেক্ট) এইচবিবি দ্বারা উন্নয়ন, দোছড়ি-গিলাতলী সড়কের ১২৫০ মিটার এইচবিবি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় এমপি কমল হেঁটে হেঁটে এলাকায় সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় ও জনসংযোগ করেন।

সড়ক উদ্বোধনকালে অনুষ্ঠিত পথসভায় রামু উপজেলা ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান ভুঁইয়া, কচ্ছপিয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ- সভাপতি ফয়জুল হাসান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাবেক মেম্বার নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম সেলিম, রামু উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের আবু আইয়ুব আনচারী মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, মো ইউনুচ মেম্বার, জাকের আহমদ মেম্বার, ইয়াসমিন আক্তার মুন্নি মেম্বার, যুবলীগ নেতা মালেক সিকদার, সাবেক মেম্বার সাইফুল ইসলাম, সাবেকুন্নাহার মেম্বার,ওসমান মেম্বার প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে এমপি কমল কচ্ছপিয়া জয়নাল আবেদীন মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেন। খেলায় সংবর্ধিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি জয়নাল আবেদিন মেম্বার, সাধারণ সম্পাদক শাকিল সিকদার মেম্বার, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় নাইক্ষ্যংছড়ি সম্প্রীতি ফুটবল একাডেমি ১-০ গোলে উখিয়ার থাইংখালী ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিন শিরোপা অর্জন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন