রামুর দশ ইউপির নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুর দশটি ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা শপথ গ্রহন করেছেন।  মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দু’ধাপে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু কক্সবাজার সদরের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। ৫ম ও ৬ষ্ঠ ধাপে রামুর ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আইনি জটিলতার কারণে কাউয়ারখোপ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা একসাথে শপথ নিতে পারেনি।

দশ চেয়ারম্যানকে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন এবং ১২০ জন সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যকে শপথ বাক্য পাঠ করান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা কাজী। এসময় রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমসহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে শপথ  গ্রহন করেন, ঈদগড় ইউপির চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো (আওয়ামী লীগের বিদ্রাহী), গর্জনিয়া ইউপির চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী), কচ্ছপিয়া ইউপির চেয়ারম্যান আবু ইসমাঈল মোহাম্মদ নোমান (বিএনপি), রশিদ নগর ইউপির চেয়ারম্যান শাহ আলম (আওয়ামী লীগের বিদ্রোহী), ফতেখাঁরকুল ইউপির চেয়ারম্যান ফরিদুল আলম (আওয়ামী লীগ), জোয়ারিয়ানালা ইউপির চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স (আওয়ামী লীগ), চাকমারকুল ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার (আওয়ামী লীগ), রাজারকুল ইউপির চেয়ারম্যান মুফিজুর রহমান (আওয়ামী লীগের বিদ্রোহী), দক্ষিণ মিঠাছড়ি ইউপির চেয়ারম্যান ইউনুছ ভুট্টো (আওয়ামী লীগের বিদ্রোহী) ও খুনিয়া পালং ইউপির চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ (আওয়ামী লীগ)।

জেলা প্রশাসক মো. আলী হোসেন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দলমতের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান। এছাড়া সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনকালে আপনারা কোন অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন