রিমান্ডে থাকা ১১ আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে: র‌্যাব

fec-image

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, রিমান্ডে থাকা ১১ আসামি গুরুত্বপূর্ন তথ্য দিয়েছেন। আর পুলিশের হাতে থাকা মেজর (অব.) সিনহা হত্যা মামলার সব আলামত বুঝে পেয়েছেন র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা।

বুধবার কক্সবাজারে এক ব্রিফিং-এ এ তথ্য জানান তিনি। তিনি জানান, র‌্যাব সম্পূর্ণ চাপ মুক্ত হয়ে এবং নিরপেক্ষভাবে এই মামলার তদন্ত করছে। বৃহস্পতিবার রামু থানার সবগুলো ডিভাইস বুঝে নেয়া হবে।

তিনি আরও বলেন, কারিগরি ক্রুটি দেখিয়ে গত ২৫ জুলাই থেকে ৬ আগস্টের টেকনাফ থানার সিসিটিভির ফুটেজ দেয়নি পুলিশ।

ব্রিফিং-এ র‌্যাব কর্মকর্তা জানান, নিহতের বোন যে ৯ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন তার ৭ জন বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ব্যাতিরেকে আরও ২ জনের তথ্য জানতে পুলিশ সুপারের কাছে আবেদন করেছে র‌্যাব।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে যে সকল তথ্য প্রকাশ পেয়েছে সবই তিনি আমলে নিয়েছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, রিমান্ডে নেয়া ৭ জনের কাছ থেকে বেশ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, বৃহস্পতিবার তাদের রিমান্ড শেষ হবে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনবোধে তাদের পুনরায় রিমান্ডের আবেদন করবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন