রোগীদের খোঁজ নিতে আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণে মহেশখালী পৌরমেয়র মকসুদ মিয়া

IMG_20160830_2 copy
মহেশখালী প্রতিনিধি:

আকস্মিকভাবে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান মহেশখালী পৌর সভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া ৷ মঙ্গলবার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে হাসপাতালের ওয়ার্ডের বিভিন্ন অব্যবস্থাপনা দেখে উদ্বেগও প্রকাশ করেন  তিনি। সাথে সাথে হাসপাতালের কেয়ারটেকার, জরুরী বিভাগের চিকিৎসকের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন ৷

তারমধ্যে লোডশেডিং চলাকালীন সময়ে হাসপাতালের ওয়ার্ডে ননস্টপ বৈদ্যুতিক পাখা চালু রাখা, মশা নিধনের ঔষধ এবং নেটের ব্যবস্হা, পৌরসভার পক্ষ হতে স্বাস্থ্য সেবিকার ব্যবস্হা করার জোর আশ্বাস দেন ৷ এবং দ্রুত সময়ের মধ্যে  হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট  সাইফুল ইসলামসহ  প্রতিনিধি দল পৌর পরিষদে  যোগাযোগ করে উপরোক্ত বিষয়াবলীর ব্যবস্হা করে নেওয়ার  জন্য জোর তাগিদ দেন ৷

উল্লেখ্য মহেশখালীর সাড়ে ৪ লক্ষ মানুষের একমাত্র সরকারী হাসপাতাল এটি। বিদুৎ  চলে গেলে হাসপাতালের ওয়ার্ডে ভুতূড়ে পরিবেশ সৃস্টি হয় ফলে মানবিকতার বিপর্যয় ঘটে বলেও জানান সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন