২৫ আগস্ট গনহত্যা দিবস স্বরণে

রোহিঙ্গা ক্যাম্পে ‘উই ওয়ান্ট টু গো ব্যাক মিয়ানমার’ স্লোগানে রোহিঙ্গাদের ৫ দফা দাবি

fec-image

পূর্ণ নাগরিকত্ব নিয়ে মিয়ানমারের আদি বাসভূমিতে নিরাপদ প্রত্যাবাসনসহ ৫ দফা দাবিতে সমাবেশ করেছে রোহিঙ্গারা।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টা থেকে বেলা পৌনে ১২ টা পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার ১২টি আশ্রয় শিবিরে পৃথকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘জেনোসাইড সারভাইভরস রোহিঙ্গা’র ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে তাদের ব্যাকুলতার কথা তুলে ধরেন। একই সাথে গণহত্যার দায়ে মিয়ানমারের সামরিক জান্তার বিচার দাবি করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে।

এছাড়াও প্রত্যাবাসনের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে সমাবেশ থেকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংস্থাগুলোর প্রতি আহবান জানানো হয়।

এ সময় রোহিঙ্গারা বারবার উচ্চস্বরে শ্লোগান ধরেন, ‘উই ওয়ান্ট টু গো ব্যাক মিয়ানমার’। উখিয়ার লম্বাশিয়া, জামতলী, ময়নারঘোনা ও টেকনাফের লেদায় বৃহৎ পরিসরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাকি ক্যাম্পগুলোতে সমাবেশ হয় ছোট পরিসরে।

নিজ দেশে গণহত্যাসহ নানা দমন পীড়নের জেরে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা ২৫ আগস্টকে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।

সমাবেশে রোহিঙ্গাদের তুলে ধরা দাবিগুলো হলো:
* মিয়ানমারের রাখাইনের আদি বাসভূমিতে প্রত্যাবাসন করতে হবে।
* আসন্ন গ্রীষ্মের মধ্যে নিরাপত্তা এবং মর্যাদার নিশ্চয়তা দিতে হবে।
* মিয়ানমারের অন্যান্য ১৩৫টি জাতিগোষ্ঠীর মতো পূর্ণ নাগরিক অধিকারসহ মিয়ানমারের নাগরিকত্ব পুনরুদ্ধার।
* নাগরিক হিসেবে অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের সাথে আগের মতই মিয়ানমারে ফিরে যাওয়ার এবং থাকার অনুমতি দেওয়া।
* আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংস্থাগুলো প্রত্যাবাসনের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেয়া।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্যাম্প, দাবি, মিয়ানমার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন