লংগদুতে জেএসএস সন্ত্রাসীকে আটক করায় নিরাপত্তা বাহিনীর প্রতি আওয়ামী লীগের কৃতজ্ঞতা প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি:

রাঙামাটির লংগদু উপজেলাধীন শিজকমুখের খাগড়াছড়ি পাড়ায় অভিযান চালিয়ে ৪ টি আগ্নেয়াস্ত্রসহ জেএসএস সন্ত্রাসী গ্রেফতার করায় নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।

বুধবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এম জসিম উদ্দিন বাবুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরণের সফল অভিযান পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন ধন্যবাদ পাওয়ার যোগ্য।

সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করে বিবৃতিতে আরো বলা হয়, বিগত দিনে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য প্রতিনিয়ত রাঙামাটি জেলা আওয়ামী লীগ দাবি করে আসছিল।

বাঘাইছড়ি উপজেলার ন্যায় সমগ্র তিন পার্বত্য জেলায় এ ধরণের অভিযান পরিচালনা করে যদি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়, তবে পার্বত্য অঞ্চলের শান্তিপ্রিয় নিরীহ মানুষের শান্তি ও স্বস্তি ফিরে আসবে বলে রাঙ্গামাটি আ.লীগ মনে করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বাঘাইছড়ি উপজেলা থেকে স্থানীয় সন্ত্রাসী কর্তৃক অপহৃত বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সার্জেন্ট মুকুল চাকমাকে অপহরণ করার পর অধ্যাবধি তাঁর কোন হদিস না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়।

রাঙামাটি জেলা আওয়ামী লীগ মুকুল চাকমাকে উদ্ধার করে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন