লক্ষ্মীছড়িতে আধুনিক নতুন থানা ভবন হচ্ছে

PUKKKRKK

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অবকাঠামো উন্নয়নে সুন্দর পরিবেশে সেবা দেয়ার লক্ষ্য নিয়ে সরকার সারা দেশের মত লক্ষ্মীছড়ি থানাকে নতুন ভবনে রুপান্তর করতে যাচ্ছে। খুব শিগ্রই এ নতুন ভবন নির্মাণ কাজ শুরু হচ্ছে বলে জানা গেছে। ইতি মধ্যেই প্রায় ৩১লাখ টাকা ব্যায়ে সীমানা প্রচীর নির্মাণ কাজ শুরু হয়েছে।

ছয় তলা ফাউন্ডেশন দিয়ে প্রাথমিক ভাবে চার তলা পর্যন্ত নির্র্মাণ করা হবে। ভবনের ভিতরে এবং বাইরে মনোরম পরিবেশে আধুনিকতার ছোঁয়ায় সাজানো হবে। উন্নত প্রযুক্তির কম্পিউটার ব্যকহার, পর্যাপ্ত চেয়ার টেবিলসহ সেবার মান বাড়াতে থানায় আগত অতিথিদের জন্য বসার সু ব্যবস্থা থাকবে। ৪টি হাজত খানা থাকবে তার মধ্যে ১টি পুরুষ হাজত খানা, ১টি মহিলা হাজত খানা এবং ১টি কিশোর ও ১টি কিশোরী হাজত খানা থাকবে। এয়ারকুলার সংযোগসহ লিফটের ব্যবস্থা থাকবে।

বর্তমান ব্যবস্থায় ১৩ শিক বা ১৪ শিকের একটি মাত্র হাজত খানা রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(এডিপি) অর্থ্যায়নে ৮’শ ১৯ কোটি ৫৯ লাখ টাকা ব্যায়ে সারা দেশে ১০১টি নতুন থানা ভবন করা হবে। চলতি বছর ৪৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ জুলাই ২০১২সাল থেকে জুলাই ২০১৫সাল পর্যন্ত। খাগড়াছড়ি জেলায় লক্ষ্মীছড়ি, মানিকছড়ি ও রামগড় থানা ভবন নির্মাণ কাজ এ তালিকায় রয়েছে বলে জানা গেছে। মাষ্টার প্লান অনুযায়ী ২০১২ সালের শেষ দিকে সরেজমিনে এসে সম্ভাব্য ভবন নির্মাণের স্থান ও ভূমি জড়িপের প্রাথমিক কাজ শেষ করেছে। বিভিন্ন ধাপে প্রায়  ৫ কোটি ৯১ লাখ টাকা এ আধুনিক থানা ভবন নির্মাণ ব্যায় ধরা হয়েছে বলে জানা গেছে।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো: কামরুল হাসান জানান, সীমানা প্রাচীরন নির্মাণ কাজ ঠিকাদার শুরু করেছে। আশা করা যাচ্ছে খুব শিগরই মুল ভবনের কাজ শুরু হবে। অবশ্যই সেবার মান বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে বর্তমান কোন স্থাপনাই ভাঙ্গা হবে না। মসজিদ সংলগ্ন সড়ক দিয়ে একটি গেইট এবং মাদ্রাসার স্মুখ দিয়ে অপর একটি গেইট করার কথা রয়েছে। মসজিদ সংলগ্ন রাস্তাটি গুচ্ছ গ্রামের মানুষের চলাচলের জন্য হলেও যাতে যাতায়াতে কোন সমস্যা না হওয়ার সে বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।    

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন