লক্ষ্মীছড়িতে এমএন লারমার ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত

RKn76nRZ

স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মানবেন্দ্র নারায়ন লারমা ওরফে এম.এন লারমার ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার জনসংহতি সমিতি লক্ষ্মীছড়ি শাখার পক্ষ হতে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলনসহ স্মরণ সভা ও সন্ধায় ফানুস উড়ানো কর্মসূচি গ্রহণ করে।

সকাল সাড়ে ১০টায় জুর্গাছড়ি এলাকায় আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেএসএস লক্ষ্মীছড়ি শাখার আহবায়ক ও জেলা কমিটির সদস্য জ্যোতিষ দেওয়ান। এ সময় শোকবার্তা পাঠ করেন রতন চাকমা। জেএসএস’র অন্যতম সদস্য দয়াধন চাকমার সঞ্চালায় নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ স্মরণ সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান দশরথ তালুকদার, সার্যা মেম্বার, আচিং মং হেডম্যান, রাসেল চাকমা, নিছাই প্রু মেম্বার, সোনাধন কার্বারী, জ্ঞানলাল হেডম্যান, প্রতুল চেয়ারম্যানসহ জেএসএস’র নেতা ও কর্মী সমর্থকরা অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর অবিসংবাদিত জুন্ম নেতা মানবেন্দ্র নারায়ন লারমা আততায়ীর গুলিতে নিহত হন। দিনটিকে প্রতি বছর জনসংহতি সমিতি শোক দিবস হিসেবে পালন করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন