লক্ষ্মীছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

RKPRn7nR

লক্ষ্মীছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম লক্ষ্মীছড়ি শাখার যৌথ উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা বেলতলী পাড়া হাসপাতাল এলাকায় হেডম্যান-কার্বারাী এসোসিয়েশন কার্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক অবক্ষরোধ কল্পে শীর্ষক শিরোনামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা আহবায়ক জিকু ত্রিপুরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় পিসিপির সাধারণ সম্পাদক আপ্রুসি মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুল্যাতলী ইউনিয়নের ৪নং নতুন পাড়া ওয়ার্ড মেম্বার উছাউ মারমা।

দুল্যাতলী ইউনিয়ন শাখার পিসিপির আহবায়ক দয়াধন চাকমার সঞ্চালনায় অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন, পিসিপি’র জেলা আহবায়ক সঞ্জীব ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদীকা দ্বিতীয়া চাকমা, পিসিপি’র লক্ষ্মীছড়ি শাখার আহবায়ক উষাউ মারমা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজেদ্র চাকমা, রেশমী চাকমা, সপন চাকমা, ডথুই প্রু মারমা(ডলি), রতন চাকমা, মনিভদ্র চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মী সভায় ৫ দফা কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচী গুলো হলো- প্রতিটি পাড়া মহল্লায় কর্মী বাহিনী নিয়োগ করে কাজ করা এবং ফান্ড গঠন করে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার খরচ চালানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের হাতে মোবাইল ফোন ব্যবহার হতে বিরত রাখা, সমাজে উচ্চ শিক্ষিত ব্যক্তিরা বিনা পয়সায় ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করা ও সমাজে মাদ্রক দ্রব্য সেবনকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা। স্থানীয় জনপ্রতিনিধি, গন্যামন্য ব্যক্তি ওবিদ্যালয়ের ছেলে-মেয়েরা এ কর্মী সভায় অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন