লক্ষ্মীছড়ির মহিষকাটায় জাকিরকে লক্ষ্য করে গুলি

ghjukki

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মহিষকাটা নামক এলাকায় জাকির হোসেন(৫০) ওরফে আলু জাকির নামে জনৈক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে।

১৯ মে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা মারাত্মক আহত রক্তাক্ত অবস্থায় লক্ষ্মীছড়ি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জরুরী চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রচুর রক্তক্ষরণের ফলে রোগীর অবস্থা কিছুটা অবনতি হলেও আশংকা কেটে গেছে বলে ডাক্তার জানান।

খবরে প্রকাশ ঘটনার কিছু আগে জাকির হোসেন এলাকার মোশারফ হোসেনের দোকান থেকে বের হয়ে নিজ বাসায় যাওয়ার পথ খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। আকশ্মিক গুলি ছুড়তে দেখে সওে যাওয়া মাথা কিংবা শরীওে না লেগে ডান কানের পাশ গুলি লাগে। এসময় দোকানে বসা লোকজন ছুটে গিয়ে জাকির হোসেনকে উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।

কেন কী কারণে এ ঘটনা ঘটল তার জবাবে পুলিশ, সাংবাদিক এবং উপস্থিত লোকজনের সামনেই হাসপতালে চিকিৎসারত অবস্থায় জাকির হোসেন বলেন, এলাকার পরিচিতি আরো কিছু নাম উল্লেখ করে আলমাস নামে এক যুবক তাকে গুলি করে। চুরির ঘটনা রহস্য উদঘাটন করার কারণে শত্রুতামূলক প্রতিপক্ষ গ্রুপ দ্বারা এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জাকির হোসেন জানান।

এছাড়াও পূর্বের শত্রুতা এবং জমি-জমা বিষয় সংক্রান্ত ঘটনাও উড়িয়ে দেয়া যায় না। তবে ঘটনা যে কারণেই হোক থানায় সাধারণ ডাইরি রুজু করা হয়েছে, রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান থানার এসআই মো: আহাদুল ইসলাম। আলামাস ছাড়াও আরো কিছু নাম এ ঘটনার সাথে জড়িত থাকার কথা শোনা গেছে তবে তদন্তের স্বার্থে এই মুহুর্তে কারো নাম প্রকাশ করা যাবে না বলে সাংবাদিকদের জানান এসআই আহাদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন