লক্ষ্মীছড়ি কুশিনগর বনবিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন

DSC05835 copy

স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি কুশিনগর বনবিহারে ২ দিন ব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত কঠিন চীবর দার অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল নামে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা দেন নানিয়াচর রত্নাঙ্কুর বনবিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাথরো। উপস্থিত ছিলেন ইপিজেড বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান রক্ষিত মহাস্থবির, সুবলং বনবিহারের অধ্যক্ষ লোকানন্দ স্থবির, রাঙ্গামাটি রাজবন বিহারের ধর্ম্ম বংশ স্থবির, কুশিনগর বনবিহারের অধ্যক্ষ শান্তপদ ভন্তে লংগদু, ঘাগড়া,খাগড়াছড়ি শাখা বনবিহারের শতাধীক ভন্তে শ্রমণ।

রাঙ্গামাটি, বান্দরবান ছাড়া বিভিন্ন এলাকা থেকে ভান্তে ও ভিক্ষুগণ অনুষ্ঠনে যোগ দেন। অনুষ্ঠনের প্রথম দিন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার মো: নুরুল আমিন, পিএসসি কুশিনগর বনবিহারে অনুষ্ঠান স্থল পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেন। কুশিনগর বনবিহারের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা অনুদানের নগদ অর্থগ্রহণ করেন।

কঠিন চীবর দান অনুষ্ঠানে সংঘদান, অস্ত্র পরিস্কার, শিবলী পূঁজাসহ রাতে ফানুস উড়ানো হয়। লক্ষ্মীছড়ি উপজেলা সদরসহ প্রত্যান্ত এলাকা থেকে কুশিনগর বন বিহারের কঠিন চীবর দান অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্মীয় নানা দিক নির্দেশনা শ্রবণ করেন। অনুষ্ঠানের ধর্মীয় রীতি অনুসারে সুতা কাটার মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে চীবর(পরিধেয় কাপড়) তৈরি উদ্বোধন, রাত ব্যাপী চীবর তৈরি,বিভিন্ন দানীয় বস্তু প্রদান এবং শীর্ষ স্থানীয় ভন্তেদের মাধ্যমে ধর্মীয় দেশনা প্রদানের মধ্য দিয়ে কুশিনগর বনবিহারে কঠিনচীবর দান উৎসবের সমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন