লামায় সৌখিন শিকারীদের কবলে বিপন্ন পাহাড়ী পশুপাখি

shikary footage-3

লামা প্রতিনিধি:
‘ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গাঁ। ঐখানেতে বাস করে কানাবগির ছা’…….। ছোট বেলার সেই জনপ্রিয় ছড়ার কানাবগির ডানা মেলে নীল দিগন্তে উড়ে যাওয়া কিংবা গ্রামীণ জনপদের জলাশয় খাল বিলে পুটি মাছ শিকারের নিরব অপেক্ষার দৃশ্য এখন আর তেমন একটা নজরে পড়ে না। সভ্যতার নিষ্ঠুর প্রতিযোগিতায় মগ্ন হয়ে কিস্বা আমাদের চারপাশের পরিবেশ-প্রতিবেশের বিষয়ে অসচেতনতার ফলে জীববৈচিত্র্য চরম হুমকির মূখে পড়েছে।

এ বাস্তবতায় বান্দরবানের লামা উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুরন্ত কিশোর-যুবকরা গুলাল(গুলতি) দিয়ে শিকার করছে বিভিন্ন ছোট পশুপ্রাণী ও পাখি। উপজেলার সরই ইউনিয়নে এক উপজাতি কিশোর প্রতিদিন কানাবগি, কাঠ বিড়ালীসহ ১০টি বিভিন্ন প্রজাতির পাখি শিকার করেন। এভাবেই এক শ্রেনীল পশুপাখির অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম।

শিকারী মংছা মার্মা বলেন, এটাই আমার জীবিকা নির্বাহের অবলম্বন। শিকারের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে কিনা জানতে চাইলে তিনি এসব বুঝেন না বলে জানান।

শিকার করা বক ও কাঠবিড়ালি হাতে হাস্যোজ্জল শিকারী মংছা মার্মার ছবিটি ধারণ করেছেন আমাদের লামা উপজেলা প্রতিনিধি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন