লাল, হলুদ ও সবুজ জোনে বিভক্ত বান্দরবান জেলা

fec-image

বান্দরবানের দুই পৌরসভা রেড় জোন, দুই উপজেলা হলুদ এবং তিন উপেজলাকে সবুজ জোনে ভাগ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বান্দরবান জেলা সিভিল সার্জন অংসুই প্রু স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে হালনাগাদ জোনের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেড় জোন হলো বান্দরবান পৌর এলাকা ও লামা উপজেলা। এছাড়া নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলাকে হলুদ জোন এবং রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলা সবুজ জোন।

বান্দরবান সিভিল সার্জন অনসুই প্রু জানান, জেলায় আক্রান্তের হার বিবেচনা করে দুটি পৌরসভাকে রেড় জোন ও ২উপজেলা হলুদ ও ৩ উপজেলাকে সবুজ জোনে বিভক্ত করা হয়েছে।

ওই ঘোষণা অনুযায়ী বান্দরবান ও লামা পৌর এলাকাকে রেড জোন, আলীকদম নাইক্ষ্যংছড়ি হলুদ এবং রোয়াংছড়ি, রুমা, থানছি উপজেলাকে সবুজ জোন হিসেবে টিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্যবিভাগের তথ্যমতে বান্দরবান সদর উপজেলায় জনসংখ্যা ১লাখ ১০হাজার ৬১৭, রোয়াংছড়িতে ৩২হাজার ২২৬, রুমায় ৩১হাজার ৫৫২,থানচি ৩১হাজার ৭০৯, লামায় ১লাখ ৪২হাজার ১৯৪, আলীকদম ৬৬হাজার ৭৭৫ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৭৭হাজার ৪৪৩জন।

বিগত ১৪দিনে প্রতি লক্ষ জনসংখ‌্যার মধ‌্যে ১০এর অধিক আক্রান্ত হওয়া এলাকাকে রেড় জোন, ৩-৯জন আক্রান্ত হলে হলুদ এবং ৩ এর (০-২) নিচে হলে সবুজ জোন করার সরকারী নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, লাল ও হলুদ অঞ্চলে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।

সবুজ অঞ্চলে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এব বেসরকারি অফিস নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, রেড জোন, সিভিল সার্জন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন