শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে রামুতে স্বেচ্ছাসেবকলীগর আলোচনা সভা

22211133445566

রামু প্রতিনিধি :
শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার চৌমুহনী বাস স্ট্যান্ড চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। তিনি বলেন, ১৯৮৭ সালে ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন শহীদ নুর হোসেন। স্বৈরাচারী সরকার নুর হোসেনকে হত্যা করে গণআন্দোলন দমন করতে চেয়েছিল। কিন্তু নুর হোসেনের অভিনব প্রতিবাদী স্লোগান সারাদেশে এরশাদ বিরোধী আন্দোলনকে আরও সাহস ও শক্তি যুগিয়েছে। দেশের মানুষের প্রতিবাদী চেতনা আরও শাণিত করেছে।

তিনি আরো বলেন, শহীদ নুর হোসেন বাংলাদেশের গণতন্ত্রের হৃদয়ে পরিণত হয়। এদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে নুর হোসেনের নাম চিরভাস্মর হয়ে থাকবে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. মোজাফ্ফর আহমদ হেলালীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহমদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক, রামু উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল কবির হেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, জেলা মৎস্যজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, যুবলীগের দপ্তর সম্পাদক সাহাদত হোসেন, যুবলীগ নেতা নবীউল হক আরকান, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা নুরুল আজিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুল হক রাজা, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, হোছাইন মুহাম্মদ রিফাত, সৈনিকলীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি, মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ রামু শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবলা, কৃষকলীগের সদস্য সচিব মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ইউনুচ ও মুফিদুল আলম প্রমুখ। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক আজিজ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন