সংসদে সবিতা চাকমার খুনীদের গ্রেফতারের দাবী করলেন উষাতন তালুকদার এমপি

1782043_779998898702929_724370365_n
 
পার্বত্যনিউজ ডেস্ক:
রাঙমাটির সবিতা চাকমার খুনিকে গ্রেপ্তারের দাবি সংসদে জানিয়েছেন এই পার্বত্য জেলার স্বতন্ত্র সংসদ সদস্য উষাতন তালুকদার। তার পাশাপাশি পাহাড়ে মৌলবাদীদের তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিও জানান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি পরিষদের (জেএসএস) এই নেতা। গত ১৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ির কমলছড়িতে সবিতা চাকমাকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়। তার খুনিদের ধরার দাবিতে পাহাড়িরা বিভিন্ন কর্মসূচি পালন করছে।

উষাতন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন,“সবিতা চাকমার স্বামী মামলা করেছেন। বিচারের দাবিতে মানববন্ধন করে ফেরার পথে হামলার শিকার হয়েছেন।” খাগড়াছড়ির বেতছড়িতে খ্রিস্টান পাড়ায় হামলার ঘটনা তুলে ধরে তার বিচারও দাবি করেন তিনি।

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান ঊষাতন। আক্রান্ত এলাকায় সংসদীয় প্রতিনিধি দল পাঠাতেও স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন