সন্ত্রাসীদের ধরতে রোহিঙ্গা ক্যাম্পে ব্লক রেইড ও অভিযানের নির্দেশ

fec-image

কক্সবাজার উখিয়ার ১০ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা যুবক মোহাম্মদ জসিম (২৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি, ব্লক রেইড ও অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মো. আমির জাফর।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই ক্যাম্পে দায়িত্বরতদের উদ্দেশ্যে এই নির্দেশ দেন তিনি।

এ সময় নিহতের আত্মীয়-স্বজন, ঘটনার সাক্ষী ও মাঝিদের সাথে কথা বলেন সিও মো. আমির জাফর।

ক্যাম্প পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (অপস্) মো. ফারুক আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (২৬ অক্টোবর) ভোররাত সাড়ে তিনটার দিকে ক্যাম্প- ১০ এর সিআইসি অফিস সংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে জসিম নিহত হন। ঘটনাস্থলে তিন রাউন্ড পিস্তলের গুলির খোসা পাওয়া যায়।

নিহত জসিম এফ-৩৪ এর বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, ২০-৩০ জনের দুষ্কৃতিকারী দল মোহাম্মদ জসিম (এফসিএএন নং ৬০০৮৩৪ ব্লক – ১৬, ক্যাম্প-১০ বর্তমান ব্লক-৩৪, ক্যাম্প-১০) এর বসতঘরে ঢোকে। সেখানে তাকে না পেয়ে পার্শ্ববর্তী শশুরের ঘরে যায়। ওখান থেকে ব্যাপক মারধরপূর্বক তাকে বের করে রাস্তার উপর (সিআইসি-১০ সংলগ্ন রাস্তা) নিয়ে উপর্যুপরি গুলি করে। এতে ঘটনাস্থলে জসিম মারা যান।

ক্যাম্পে সার্বিক পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা ক্যাম্প, সন্ত্রাসী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন