সম্প্রদায়-সম্প্রীতির মডেল হচ্ছে বাংলাদেশ: উখিয়ায় আ’লীগ নেতা মাহমুদুল হক চৌধুরী

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার চৌধুরী পাড়া আর্য্য উপাসনা বৌদ্ধ বিহারে মহাসমারোহে দানোত্তম শুভ কঠিন চীরব দান অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি এস. ধর্মপাল মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত কঠিন চীবর দান ও ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী।

প্রধান অতিথির ভাষনে আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী বলেন, সম্প্রদায় সম্প্রীতির মডেল হচ্ছে বাংলাদেশ। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্মের স্ব-স্ব ধর্ম উৎসবমূখর পরিবেশে উদযাপন করার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে তা বিশ্বে বিরল। তিনি গৌতম বৌদ্ধের সেই অহিংসা পরম ধর্ম সেই বাণী অনুসরণ করার জন্য বৌদ্ধধর্মাবলম্বীদের কে আহ্বান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম,   প্রধান জ্ঞাতী ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের। ধর্মদেশনা প্রদান করে রাঙ্গুনিয়া বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিজয় রক্ষিত মহাথের, জ্ঞানসেন ভিক্ষু শ্রমন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শ্রীমৎ কুশালায়ন মহাথের, উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির মহা-সচিব শ্রীমৎ জ্যোতিসেন থের,  শ্রীমৎ শাসন প্রিয় থের, উদ্বোধনী ভাষন দেন নাইক্ষ্যংছড়ি প্রজ্ঞামিত্র বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠতা পরিচালক শ্রীমৎ শিলমিত্র থের। ধর্মীয় সভাটি যৌথ ভাবে পরিচালনা করেন, শ্রীমৎ প্রজ্ঞা সাশন ভিক্ষু বাবু বকুল চন্দ্র বড়ুয়া ও রিটন বড়ুয়া।

এদিকে ৮০ফুট বিশিষ্ট বুদ্ধমূর্তির ভিত্তি প্রস্তর স্থাপন করেন শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ সম্প্রদায়ের দায়িক-দায়িকা অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন