সাকিবদের বেদম পিটিয়ে ২০৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল দক্ষিণ আফ্রিকা

fec-image

সাকিবদের বেদম পিটিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রাইলি রুশো। বাংলাদেশের বোলারদের তুলোধনা করে ৭ ছক্কা ও ৭ চারে মাত্র ৫১ বলে শতরান তুলে নেন প্রোটিয়া এ ব্যাটার। ২০ ওভার শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল টার্গেট ছুড়ে দিল দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক টেম্বা বাভুমাকে ফেরান তাসকিন।

অফ স্টাম্পের বাইরে টাইগার পেসারের অসাধারণ এক লেংথ বলে খোঁচা মেরে আউট হন বাভুমা। উইকেটের পেছনে ক্যাচ নিতে তেমন একটা বেগ পেতে হয়নি উইকেটকিপার নুরুল হাসানের। ৬ বল খেলে ২ রান করে সাজঘরে ফিরে গেছেন প্রোটিয়া অধিনায়ক।

তবে দ্রুত উইকেট হারানোর পর টাইগার বোলারদের ওপর চড়াও হন প্রোটিয়া দুই ব্যাটার ডি কক ও রাইলি রুশো। মাত্র ২ রান খরচায় ১ উইকেট তুলে নিয়ে স্বপ্নের শুরুর পর নিজের দ্বিতীয় ওভার করতে এসেই এলোমেলো তাসকিনকে দেখা গেল। পরপর দুই নো এবং চার-ছক্কায় এক ওভারেই দেন ২১ রান। বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে খরুচে ওভার এটি।

তাসকিনের পর চতুর্থ ওভারে বল তুলে নেয়া তরুণ পেসার হাসান মাহমুদের ওপর চড়াও হন রাইলি রুশো। ইয়াসির আলি রাব্বির জায়গায় দলে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজকেও ছাড় দেননি দুই প্রোটিয়া ব্যাটার। এ অফস্পিন অলরাউন্ডার প্রথম ২ ওভারে দিয়েছেন ২৪ রান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন