সাগর পথে মালেশিয়াগামী ২০ যাত্রী পেকুয়ায় আটক

pic pekua malasia 8-9-2014
এম.জুবাইদ, নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :
সাগর পথে মালেশিয়াগামী ২০ যাত্রীকে আটক করছে পেকুয়া থানা পুলিশ। থানা সূত্রে জানিয়েছেন গত ৮ সেপ্টেম্বর ১২ টায় গোপন সংবাদের সূত্র ধরে পুলিশ জানতে পারে যে, সাগর পথের আদম পাচারকারী চক্র উপজেলার উজানটিয়া ইউনিয়নের কুতুবদিয়া চ্যানেলের নৌ মোহনার উপকূলীয় বন বিভাগের ম্যানগ্রোভ ফরেষ্ট এলাকায় ২০ মালেশিয়াগামী যাত্রীকে ইঞ্জিন চালিত বোটে করে এনে নামিয়ে দেয়।

সংবাদ পেয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রকিরের নেতৃত্বে এস আই বিমল, এ এস আই জাফর একদল পুলিশ নিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে মালেশিয়াগামী ২০ যাত্রীকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন।

দালালের খপ্পরে পড়ে যশোরের ২ জন, কুষ্টিয়ার ৬ জন, বি বাড়িয়ার ২ জন, ঝিনাইদহ ৭ জন, নারায়নগঞ্জের ১ জন, সিরাজগঞ্জের-১ জন মোট ২০ জন কে অবৈধ পথে মালেশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ট্টলার করে সকাল ১১ টায় পেকুয়ার পশ্চিম উজানটিয়া ম্যানগ্রোভ ফরেষ্ট এলাকায় নামিয়ে দেয়। ধৃত মালেশিয়াগামী যাত্রীরা হল ঝিনাইদহ জেলার কোতায়ালী থানার ভেংডাকা এলাকার হযরত আলীর পুত্র কোরবান আলী(৩৮), বাদ্যভাগা এলাকার নেয়ামত আলীর পুত্র খাইরুল ইসলাম(২৮), কালিগঞ্জ একতারপুর এলাকার আজমত আলী মোল্লার পুত্র আলমগীর মোল্লা(২৭), নেয়ামত আলী মোল্লার পুত্র পান্টু মোল্লা(২৮),আমির আলী মন্ডলের পুত্র মোখতার আলী মন্ডল(৩৩), বানিয়াপুরের আবদুল মজিদের পুত্র সোহাগ(২২), বাবুটিয়া এলাকার আজিজ বিশ্বাসের পুত্র আরিফ(২৪), মো ইসমাঈলের পুত্র বাবলু রহমান(২৬),শালকুপা এলাকার রাজ্জাক বিশ্বাসের পুত্র মোখতার বিশ্বাস(২২), কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকার পুরাতন আজিমপুরের আবদুল গণির পুত্র মো: চাঁদ মিয়া, শবধনের পুত্র শফিক(৩৩), মল্লিকপাড়া এলাকার মৃত আতরভিমের পুত্র আরজু(২৫), মৃত কালু মিয়ার পুত্র বানারুল ইসলাম(৪০), দিদার মন্ডলের পুত্র মো: হুজুর আলী মন্ডল(৩৫), মল্লিকপাড়া এলাকার কপির আলীর পুত্র লিটন (৩৩), নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার সিলিবাহদি এলাকার কায়েশ মীরের পুত্র মাসুদ(১৭), বি বাড়িয়া জেলার বাঞ্চারামপুরের বাইননগরের আলী মিয়ার পুত্র জুয়েল(২২), বাকনগরের ইসমাঈলের পুত্র মো: ইলিয়াছ(২৬), সিরাজগঞ্জ জেলার নৌগারভাগা শাহাদতপুর গ্রামের রেজাউল করিমের পুত্র রিদুয়ান(১৭), মোজাহের কবিরের পুত্র মাসুদ রানা (১৭)।

থানায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বানিয়াপুরের আবদুল মজিদের পুত্র সোহাগ জানান ঝিনাইদহের সাজিদুল নামের এক দালাল সাগর পথে তাদের কে মালেশিয়া নেওয়ার কথা বলে শুক্রবার প্রথমে চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় নিয়ে আসে। পরে তাদের মোবাইল ও সর্বস্ব ছিনিয়ে নিয়ে গত রবিবার মধ্যরাতে ইঞ্চিন চালিত নৌকায় তুলে নদী পথে পাড়ি জমান। সর্বশেষ গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মালেশিয়ার তীরে পৌছেছেন জানিয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের কুতুবদিয়া চ্যানেলে নামিয়ে দেন।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি আবদুর রকিব আটকের কথা স্বীকার করে জানিয়েছেন ধৃতদের কে জেল হাজতে প্রেরণ করা হবে। এবং ধৃতদের কে তাদের আত্বীয়স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেবেন বলে জানান। তিনি আরো বলে পেকুয়ায় যদি এধরণের আদম ব্যবসায়ী থাকে তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন