সুপার মুনের প্রভাবে কক্সবাজারের ২০ গ্রাম ও ৭৫ চিংড়ি প্রকল্প প্লাবিত

coxbazar-map-sm20120413183359

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
সোমবার পূর্নিমার তিথিতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে কক্সবাজারের ৪ উপজেলার ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে। সে সাথে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ আরো ভেঙ্গে গেছে। বাধঁ ভেঙ্গে জেলার ৭৫ টি চিংড়ি প্রকল্পের মাছ ভেসে গেছে। উপকূলের মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। বয়ে যাচ্ছে দমকা হাওয়া।

এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পূর্নিমার তিথি ও গতকাল চন্দ্র পৃথিবীর খুব কাছাকাছি(সুপার মুন) আসার কারণে সাগরে জোয়ারের পানি বেড়ে গিয়ে সোমবার দিনের জোয়ারে কক্সবাজার সদর, কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফের ২০ টি গ্রাম সাগরের লবণ পানিতে প্লাবিত হয়েছে। সোমবার সকালে বাঁধ ভেঙ্গে জেলার ৭৫ টি চিংড়ি প্রকল্প প্লাবিত হয়ে ২ কোটি টাকার মাছ ভেসে গেছে বলে চিংড়ি প্রকল্প মালিক সমিতি সুত্র জানিয়েছেন।

সোমবার সকাল থেকে জেলার উপকূলীয় এলাকার উপর দিয়ে ধমকা হাওয়া বয়ে যাওয়ার কারনে পানি আরো বেড়ে যায় বলে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একে এম নাজমুল হক জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন