স্কটল্যান্ডেকে নাগালে রাখল জিম্বাবুয়ে, ম্যাচ জিততে দরকার ১৩৩ রান

fec-image

লড়াইটা সুপার টুয়েলভে যাওয়ার। একটি করে জয় পাওয়া জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের সামনে মূল পর্বে যাওয়ার সুযোগ ছিল সমান সমান। তবে বাছাইপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে নাগালের মধ্যে রেখে সুযোগটা বাড়িয়ে নিয়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে স্কটিশরা ৬ উইকেটে ১৩২ রানে আটকে গেছে।

টস জিতে ব্যাট করতে নেমে দলকে একাই টেনেছেন স্কটল্যান্ড ওপেনার জর্স মুন্সে। তিনি ৫১ বলে সাত চারে ৫৪ রানের ইনিংস খেলেছেন। টপ অর্ডারে অন্য দুই ব্যাটার ভালো খেলেননি। মিডল অর্ডারে রিচি বেরিংটন ১২ করে ফিরে যান। পাঁচে নামা কালাম ম্যাকলিওড ২৬ বলে করেছেন ২৫ রান।

জিম্বাবুয়ের হয়ে পেসার টেন্ডি সাতারাই এবং রিচার্ড এনগ্রাভা ভালো বোলিং করেছেন। তারা ৪ ওভার করে হাত ঘুরিয়ে ১৪ ও ২৮ রান খরচায় দুটি করে উইকেট নিয়েছেন। স্পিনার সিকান্দার রাজা একটি উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেছেন ২০ রান। অন্য স্পিনার শন উইলিয়ামস ৩ ওভারে ১৯ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। দীর্ঘদেহি পেসার ব্লেজিং মুজুরাবানি ৪ ওভারে ৩৪ রানে নেন এক উইকেট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, জিম্বাবুয়ে, স্কটল্যান্ডে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন