হরতালের প্রভাব নেই আলীকদমে, যান চলাচল স্বাভাবিক

fec-image

সারাদেশে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকে রবিবার (২৯ অক্টোবর) হরতাল চলছে। তবে দিনব্যাপী ডাকা এ হরতালের কোন প্রভাব নেই বান্দরবানের আলীকদম উপজেলায়।

এদিকে সকাল থেকে দোকান-পাট খুলতে শুরু করেছে। আলীকদমে যোগাযোগের একমাত্র বাহন অটোরিকশা ও মিনি টমটম চলতে দেখা গেছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।

এদিকে উপজেলার বাস স্টেশন থেকে আলীকদম থেকে চকরিয়া উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে। তবে বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ৩০ মিনিট পর বাস ও জীব গাড়ি ছাড়া হবে।

আলীকদম থেকে বাসযোগে চকরিয়া উপজেলার গন্তব্যে যাওয়া যাত্রী আবুল হাসেম বলেন, অফিসিয়াল কাজ এবং চিকিৎসার উদ্দেশ্য যাচ্ছি। তবে এখানে হরতালের কোন প্রভাব দেখতে পাচ্ছি না।

লামা উপজেলার উদ্দেশ্যে যাওয়া যাত্রী সুমি আক্তার বলেন, নিজেদের কাজে যাচ্ছি। পান বাজার এলাকা থেকে বাস টার্মিনাল আসছি অটোরিকশা দিয়ে। কোন সমস্যা তো দেখতে পায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন