মগনামায় ৩০ বছর ধরে সংস্কার বঞ্চিত সড়কে সংস্কারের উদ্যোগ

mognama raod pic 02
পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ার মগনামা ইউনিয়নের বাইন্যা ঘোনা-হাইস্কুল সড়কটি অতি পুরানো ও চরম অবহেলিত। এক সময়ে এ সড়ক দিয়ে হরেক রকম যানবাহন চলাচল করত। মগনামা অধিকাংশ বাসিন্দাদের প্রধান যাতায়তের মাধ্যম ছিল এ সড়কটি। অথচ, গত ৩০ বছর ধরে সড়কটিতে সংস্কার বা মেরামতে কোন ধরনের উন্নয়নের ছোঁয়া লাগেনি। এমনকি এলাকার কোন জনপ্রতিনিধিই এ সড়ক মেরামতে উদ্যোগ নেননি।

প্রত্যক সরকারের আমলে উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছিল এ সড়কটি। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) অধীন হলেও গত ৩০ বছর ধরে তারাও কোন ধরনের উন্নয়নে হাত দেয়নি। খবর রাখেনি এ সড়কের করুন অবস্থার। ফলে দীর্ঘদিন ধরে সংস্কার বঞ্চিত সড়কটি সংশ্লিষ্টদের অবহেলার ঘেরাটোপে সংস্কার বঞ্চিত ছিল।

মগনামা বাইন্যা ঘোনা-হাই স্কুল সড়কের প্রায় ৫ কিলোমিটার সংস্কার বঞ্চিত থাকায় ওই ইউনিয়নের মুহুরী পাড়া, দরদরি ঘোনা, মগঘোনা ও বাইন্যা ঘোনা গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াতে চরম দূর্ভোগের শিকার হচ্ছে। এভাবে অবহেলায় পড়ে থাকায় সড়কটি কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছিল। এছাড়াও সড়কের আশেপাশে কথিত প্রভাবশালীরা চিংড়ি ঘেরের আড়ালে সড়কটির বিভিন্ন পয়েন্টে খুড়াখুড়ি করে মাটিও লুট করে নিয়ে গেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার বঞ্চিত থাকলেও সড়কটি মাটি দ্বারা ভরাটসহ উন্নয়নের জন্য উদ্যোগ নিয়েছেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু। সম্প্রতি সড়কের বাইন্যা ঘোনা পয়েন্টে মাটিদ্বারা ভরাটের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে আবেদন করেন স্থানীয় বাসিন্দা সাংবাদিক গিয়াস উদ্দিন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সড়কটি ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের অধীনে মাটি ভরাট দ্বারা উন্নয়নের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ এ প্রতিবেদক কে জানান, মগনামা বাইন্যা ঘোনা-হাইস্কুল সড়কের কামালের বাড়ী থেকে জুলেখার বাড়ী পর্যন্ত মাটি ভরাট দ্বারা উন্নয়নের কাজ শিগগিরই শুরু হবে।

পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু জানান, এলাকাবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন