৩ হাজার ৭৯৩টি অসহায়-দুস্থ পরিবার

রাজস্থলীতে অসহায়-দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

fec-image

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে ভিজিএফের চাল ৩ হাজার ৭৯৩টি অসহায়-দুস্থ পরিবার মাঝে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হেলাল।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বরাদ্দকৃত ৩৭৯৩টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা পাওয়ার পর ইউপি চেয়ারম্যানদেরকে পত্র প্রদানের মাধ্যমে চাল গুলো বিতরণের নির্দেশ প্রদান করা হয়।

এরই প্রেক্ষিতে ০৩টি ইউনিয়নের এর মধ্যে ঘিলাছড়ি ইউনিয়নে ১হাজার ১শটি, গাইন্দ্যা ইউনিয়নে ১২০০ টি ও বাঙালহালিয়া ইউনিয়নে ১৪৯৩ পরিবার ভিজিএফের বিশেষ এই খাদ্যশস্য নিয়োগকৃত ট্যাক অফিসারের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে ট্যাক অফিসারের উপস্থিতি এ সহায়তা প্রদান করা হচ্ছে । তারমধ্যে কার্ড-প্রতি ১০ কেজি চাল।

এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, উপকারভোগীদের তালিকা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চাল, পরিবার, বিতরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন