রাঙামাটিতে শুরু হয়েছে দেওয়ালী উৎসব

unna

ডেস্ক নিউজ:

দেশের অন্যান্য স্থানের মতো রাঙ্গামাটিতেও মঙ্গলবার থেকে পালিত হচ্ছে ২দিনব্যাপী হিন্দুধর্মালম্বীদের কালী পূজা। ২ দিনের এই উৎসব উপলেক্ষ্যে প্রতিটি কালী মন্দিরে চলছে ঢাক ঢোল বাজানো ও প্রদীপ প্রজ্জ্বলন।

নেপালী (গূর্খা) ও আসাম জাতিদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ন উৎসব। তাদের ভাষায় দেওয়ালী উৎসব নামে বেশী পরিচিত। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে থাকা নেপালী (গূর্খা) ও আসাম জাতিদের পাশাপাশি অন্যান্য জাতিরাও এ উৎসবে সামিল হয় একত্রে উৎসবটি পালন করে থাকে।

রাঙ্গামাটি শহরের মাঝেরবস্তী, আসামবস্তী, কন্ট্রাক্টার পাড়া, গর্জনতলীসহ বিভিন্ন স্থানে ২দিনের দেওয়ালী উৎসব উপলক্ষ্যে সন্ধ্যায় বাসার বারান্দায়, ব্যবসা প্রতিষ্টানে প্রদীপ প্রজ্জ্বলন এবং রাতে নারী-পুরুষরা দল বেঁধে একে অপরের ঘরে গিয়ে ১ম দিন ভইলো ও ২য়দিন দেউছি (নেপালী) গান গেয়ে পরিবারদের আর্শিবাদ প্রদান করে থাকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন