মাটিরাঙ্গায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

fec-image

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার দশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।

রোববার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন গোমতি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তফাজ্জল হোসেন। এর আগে একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ লিটন।

একই দিনে বেলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রহমত উল্যাহ, আমতলীতে আওয়ামী লীগের মো. আব্দুল গনি, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হেমেন্দ্র ত্রিপুরা, তাইন্দংয়ে আওয়ামী লীগের মো. পেয়ার আহম্মেদ মজুমদার, তবলছড়িতে আওযামী লীগের নুর মোহাম্মদ, বড়নালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইউনুছ মিয়া মনোনয়পত্র দাখিল করেন।

এসময় মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমাসহ দলীয় নেতা-কর্মীরা তাদের সাথে উপস্থিত ছিলেন।

এছাড়াও বেলছড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ছোট ভাই মো. জহিরুল ইসলাম ও যুবলীগের মো. মামুন, গোমতিতে মো. আনোয়ার হোসেন (চরমোনাই), মাটিরাঙ্গা সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রিপন জয় ত্রিপুরা মনোনয়নপত্র দাখিল করেন।

আমতলীতে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জমির আলী ভুইয়া, বড়নাল ইউনয়নে দলীয় মনোনয়ন বঞ্চিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবলীগের মো. ইলিয়াছ ও মো. মজল হক।

তবলছড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল কাদের ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া। তাইন্দংয়ে আওযামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মো. তনু মিয়া ও মো. সিরাজুল ইসলাম।

 নির্বাচনে মনোনয় পত্র দাখিলের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ২২ জন, সাধারন ওয়ার্ডের মেম্বার পদে ২১৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার পদে ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে মাটিরাঙা উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২১ অক্টোবর মনোনয়নপত্র যাছাই-বাছাই। ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দাখিল, পরিবেশে, মনোনয়নপত্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন