কাপ্তাইয়ে কিশোর-কিশোরীর অভিভাবকের অংশগ্রহণে সামাজিক ও আচরণ বিষয়ক কর্মশালা

fec-image

রাঙামাটি কাপ্তাইয়ে কিশোর কিশোরীদের অভিভাবকের অংশগ্রহণে সামাজিক ও আচরণ বিষয়ক কর্মশালা হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প কাপ্তাই উপজেলা শাখা এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, ইউনিসেফ কার্যালয়ের উন্নয়ন যোগাযোগ শাখার প্রধান নাইজেরিয়ান নাগরিক Ms. Bridget Adedayo Job-Johnson, ইউনিসেফ পুষ্টি বিশেষজ্ঞ আমেরিকান নাগরিক Ms. Mayang Sari, স্বাস্থ্য বিশেষজ্ঞ শ্রীলংকার নাগরিক Mr. Chandrasegarar Soloman, ইউনিসেফ উন্নয়নের জন্য যোগাযোগ শাখার বিশেষজ্ঞ তানিয়া সুলতানা, ইউনিসেফ রাঙামাটি কার্যালয়ের প্রোগাম অফিসার ইলা চৌধুরী, টেকসই সামাজিক সেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নীলুফা নাজনীন, রাঙামাটি জেলা প্রকল্প ব্যবস্থাপক মনজু মনস ত্রিপুরা, কাপ্তাই উপজেলা টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ ইউনিসেফ এবং টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালে তাদের মানসিক বিকাশে সবসময় পাশে থাকেন মায়েরা। তাই এ সময়টুকু বিশেষ করে মায়েদের পাশে থাকতে হবে।

এর আগে ইউনিসেফ প্রতিনিধি দল কাপ্তাই উপজেলার সাপছড়ি কমিউনিটি কার্যক্রম পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন