রামগড়ে ভিজিডির চাল বিতরণের উদ্বোধন

20170302_132619-2 copy

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে হতদরিদ্র মহিলাদের বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আওতায় ভিজিডি কার্ড ও  চাল বিতরণ  উদ্বোধন  করা হয়েছে।

বৃহস্পতিবার  উপেজলা নির্বাহি অফিসার মো. আল মামুন মিয়া উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদ ভবনে  চাল বিতরণের এ কর্মসূচির উদ্বোধন করেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ভিজিডি কার্ডধারীদের মাঝে মাসিক ত্রিশ কেজি করে চাল দেয়া হয়।

পাতাছড়া ইউনিয়নে ৬১০জন হতদরিদ্র মহিলা এবার এ ভিজিডি রেশন কার্ড পেয়েছেন। উপজেলার অপর ১নং রামগড় ইউনিয়নে ৬১৯ জন দুস্থ মহিলা ভিজিডি রেশন কার্ড পেয়েছেন। বৃহস্পতিবার পাতাছড়া ইউনিয়নে ভিজিডি কার্ড ও চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান  মনিন্দ্র ত্রিপুরা, ইউপি মেম্বার ফাতেমা বেগম, পদ্ধলক্ষ্মী ত্রিপুরা, মানেন্দ্র ত্রিপুরা, কর্ণমোহন ত্রিপুরা, মো. মহি উদ্দিন, অমৃত লাল ত্রিপুরা ও পাড়াকর্মী রোকেয়া বেগম উপস্থিত  ছিলেন।

রামগড়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম জানান, তিনি ২-৩ দিনের মধ্যে তার ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ  শুরু করবেন।

রামগড় উপজেলা নির্বাহি অফিসার মো. আল মামুন মিয়া বলেন, দুস্ত মহিলাদের বিশেষ খাদ্য সহায়তার এ  ভিজিডি রেশন কার্ড ও চাল বিতরণ কার্যক্রম সুক্ষভাবে মনিটরিং করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন