মহেশখালীতে নতুন ভোটার তালিকা তৈরিতে ১০৫জনকে প্রশিক্ষণ, মঙ্গলবার থেকে হাল নাগাদ শুরু

 

মহেশখালী প্রতিনিধি:

ছবি যুক্ত নতুন ভোটার তালিকা তৈরি করতে মহেশখালীতে দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৫ জুলাই (মঙ্গলবার)  থেকে নতুন ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করতে মহেশখালী উপজেলায় ৮১টি ওয়ার্ডে ১০৫জন তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের ২২জুলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে গতকাল সকালে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ নির্বাচন কমিশন এর উপ সচিব মো. আলিমুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেন, মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম। ২৫ জুলাই (মঙ্গলবার) থেকে তথ্য সংগ্রহকারীরা  বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করবেন।

একই সাথে মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে কর্তন করবেন। যারা ১লা জানুয়ারির ২০০০সালের পূর্বে জন্ম গ্রহণ করেছেন তারা সকলেই নতুন ছবিযুক্ত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবেন। ১৮বছর  এর উর্ধ্বে যারা ভোটার হতে পারেনি তাদের কারণ উল্লেখ পূর্বক প্রত্যয়ন পত্র-প্রদান করতে হবে বলেও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন