খাগড়াছড়িতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তে সংখ্যা

fec-image

খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। চিকিৎসক, পুলিশসহ আক্রান্ত হচ্ছেন নানানজন। জেলায় মোট আক্রান্তে সংখ্যা দাড়ালো ১ শত ৫৯ জন।

রবিবার (২১ ‍জুন) ২৪ ঘণ্টায় পৃথক রিপোর্ট অনুযায়ী প্রথমে ২০ পরে আরো ১৪ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ শত ৫৯ জন। এছাড়া ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গতকালকের পৃথক রিপোর্টে আক্রান্তদের মধ্যে রামগড়-১জন (SACMO),দিঘীনালা-৬জন (পুলিশ সদস্য ৫, চিকিৎসক ১),মহালছড়ি – ৭ জন (পুলিশ সদস্য ৬, চিকিৎসক ১)।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান,

গতকাল রবিবার (২১ জুন) পৃথক রিপোর্টে সর্ব মোট ৩৪ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত আমরা এক হাজার ৬ শত ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি। এর মধ্যে ১ হাজার ২ শত ৭২ জনের রিপোর্ট এসেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন