ইউএনও অফিস ভাংচুরে অপরাধে রুমায় ২জন আটক

আটক

থানছি প্রতিনিধি

উপজেলা পরিষদ এলাকায় ভাংচুর ও উপজেলা নির্বাহী অফিসারের (ইএনও) জানমালের ক্ষতি করার অপচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গত শুক্রবার বিকালে বগালেক এলাকা থেকে দুই যুবকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলো রুমা সদরের বেথেল পাড়ার বাসিন্দা চমনিয়াং বমের ছেলে মুনথাং বম (২৬) ও নামি পাড়া বাসিন্দা লিটন ত্রিপুরা (২২)।

রুমা থানা তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, আটকৃতদের উপজেলা পরিষদ এলাকায় ভাংচুর ও ইএনও-এর জানমালের ক্ষতির চেষ্টার মামলার আসামী হিসেবে গত শনিবার বিকালে জেলা সদরে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সম্প্রতি পর্যটন এলাকা বগালেকের আশপাশে অবৈধ স্থাপনা উৎচ্ছেদ অভিযানের প্রতিবাদে ৭এপ্রিল ইয়ং বম এসোসিয়েশন ও এলাকার সুশীল সমাজের ব্যানারে এক বিক্ষোভ মিছিল করা হয়। ওই সময় বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ এলাকায় ভাংচুর চালায়। এ ঘটনায় ২৫জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আরো ৩০ থেকে ৪০জন অজ্ঞাত আসামির কথা উল্লেখ করা হয়। তবে এর মধ্যে এজাহারভুক্ত ২৫জন আসামি জামিনে রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন