বান্দরবানে ৬০ এর অধিক আ’লীগ নেতাকে হত্যার ছক এঁকেছে জেএসএস: ক্য শৈ হ্লা

কালেক্টরদের ছক অনুযায়ী বান্দরবানে নিরীহ মানুষের উপর এ্যাকশন চালাচ্ছে জেএসএস। জেলার ৭ উপজেলার ৬০ জনের অধিক আওয়ামী লীগ নেতাকে টার্গেট করে জনসংহতি সমিতি ইতোপূর্বে হত্যার লিস্ট তৈরি করেছে। যেটি আইন শৃংখলা বাহিনীর গোচরে রয়েছে।

রবিবার (২৬ মে) বান্দরবানে অর্ধ দিবস হরতাল শেষে বঙ্গবন্ধু উম্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা এ দাবি করেন।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ওই তালিকার প্রথমে ছিল আওয়ামী লীগ নেতা মংপু মারমা। যাকে গত বছর ১৩ জুন হত্যা করা হয়েছে। গত বুধবার কুহালং ইউনিয়নের উজিহেডম্যান পাড়া থেকে অপহরণের পর খুন হওয়া চথোয়াই মং মারমাও সেই তালিকার ৩০ নম্বরে ছিলো। এভাবে আওয়ামী লীগ নেতাকর্মীসহ নিরীহদের জেএসএস হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে।

হরতাল পরবর্তী সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ক্য শৈ হ্লা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আগামী এক মাসের মধ্যে জেএসএস এর অবৈধ অস্ত্র উদ্ধারের আল্টিমেটাম দেন। অন্যথায় জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দেওয়ার হুশিয়ারি দেন।

এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা আবদুর রহিম চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, আবুল কালাম মুন্না, ছাত্রলীগ সভাপতি কাউসার সোহাগ প্রমুখ।

পরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সভাপতি সন্তু লারমার কুশ পুত্তলিকা দাহ করা হয়। এসময় আওয়ামীলীগ নেতৃবৃন্দৃ সন্তু লারমার নামে বিভিন্ন শ্লোগান দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, সমাবেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন