শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে অশান্তিতে থাকতে চাই না জনগণ: প্রতিমন্ত্রী বীর বাহাদুর

Rowangchari pic 09.002

রোয়াংছড়ি প্রতিনিধি:

যারা এলাকার কতিপয় ভুল বিভ্রান্তি ছড়িয়ে শান্তি বিনষ্ট করতে চাচ্ছে তাদের কেউ পার পাবে না। পার্বত্য বান্দরবানের জনগণ সম্প্রীতিতে থাকতে চাই। শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে অশান্তিতে থাকতে চাই না। রোয়াংছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন শেষে বৃহস্পতিবার কচ্ছতলী বাজার প্রাঙ্গনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

রোয়াংছড়ি উপজেলার আ’লীগের সধারণ সম্পাদক আনন্দ সেন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় ও আলেক্ষ্যং ইউনিয়ন আ’লীগের সভাপতি মংচউ মারমার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, ম্রাসা খেয়াং, জেলা পরিষদের মুখ্যনির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম, বান্দরবান জেলা অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দাউদ হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা প্রমুখ।

বীর বাহাদুর আরও বলেন, এলাকার উন্নতি করতে হলে সকলেরই এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। আয়ের উৎস বৃদ্ধি পেতে হবে, উন্নতি করতে হলে শিক্ষিত হতে হবে। পরস্পরের সহযোগিতা থাকা দরকার বলেও মনে করেন তিনি।

এ সময় নিপীড়ন নির্যাতন করা চেষ্টাকারীদের দমন করার লক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান।

রোয়াংছড়ি উপজেলায় একদিনের সরকারী সফর এসে বাস্তবায়িত উন্নয়নমূলক কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান কচ্ছতলী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রা বাস, আলেক্ষ্যং-নোয়াপতং ইউনিয়নে সংযোগ সড়কের তারাছা খালের উপর গার্ডার ব্রিজ, রোয়াংছড়ি থেকে কচ্ছতলী এলাকার বিভিন্ন পাড়ায় বৈদ্যুতিক সংযোগ, রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ধর্ম ঘর, কচ্ছতলী পাড়ায় বৌদ্ধ বিহার উদ্বোধন করেন প্রতি মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন