ইয়াবা, নগদ টাকা ও স্বর্ণসহ রোহিঙ্গা নারী আটক

fec-image

কক্সবাজারের উখিয়ায় দুই হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৪০ হাজার ৭০০ টাকা, এক ভরি ওজনের চারটি স্বর্ণের আংটি, সাত ভরি ওজনের একটি স্বর্ণের চুড়ি ও ৭০টি খালি মাদক বিক্রির জিপার লক প্যাকেটসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মে) রাত ১১টার দিকে এ তথ্য জানায় উখিয়া থানা পুলিশ। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ (ওয়েস্ট) থেকে ওই নারীকে আটক করা হয়।

আটক নারীর নাম হাসিনা খাতুন (৪৯)। তিনি কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-২ (ওয়েস্ট) এর আবু তাহেরের স্ত্রী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও বিপুল স্বর্ণসহ একজন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবা, নারী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন