ঈদগাঁহে ইয়াবাসহ র্যাবের হাতে একজন আটক

র্যাবের অভিযানে ৯ হাজার ৮‘শ ৩২পিস ইয়াবাসহ কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহস্থ জালালাবাদ ইউনিয়নের লরাবাগ গ্রামের মৃত সৈয়দ আহমদের পুত্র মো. জোবায়র (৩২) কে আটক করা হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকষ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং বাজার সংলগ্ন ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৯ হাজার ৮শ ৩২পিস ইয়াবাসহ কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহস্থ জালালাবাদ ইউনিয়নের লরাবাগ গ্রামের মৃত সৈয়দ আহমদের পুত্র মোঃ জোবায়র (৩২) কে আটক করে।
এসময় উখিয়া উপজেলার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের অপর একজন পালিয়ে যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী মিডিয়া (পরিচালক) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।