কক্সবাজারে ৯৩০ জন রোহিঙ্গা করোনা আক্রান্ত, মৃত্যু ১৬

fec-image

স্বাস্থ্য অধিদপ্তরের মানচিত্রে বা ড্যাশবোর্ডে প্রদর্শিত হিসাব মতে, গত ২৬ মে পর্যন্ত ৯৩০ রোহিঙ্গা শরণার্থীসহ কক্সবাজার জেলায় ১০,৯২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানের চেয়ে ৯২৭ জন বেশি। এ সময় মোট মারা গেছে ১১১ জন। সেখানে রোহিঙ্গার সংখ্যা ১৬ জন।

কক্সবাজারের সিভিল সার্জন অফিস জানায়, ২৬ মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলা ৪,৪৬৯ জন। যা জেলার মোট রোগীর প্রায় অর্ধেক। ৯৩০ রোহিঙ্গা শরণার্থীসহ মোট ২১২০ জন করোনা রোগী নিয়ে উখিয়া উপজেলা দ্বিতীয় শীর্ষে অবস্থানে রয়েছে। ১৯৩ জন রোহিঙ্গা শরণার্থীসহ মোট ১০৭৬ জন করোনা রোগী নিয়ে টেকনাফ উপজেলা তৃতীয় শীর্ষে অবস্থানে রয়েছে। ৭৫৪ জন করোনা রোগী নিয়ে চকরিয়া উপজেলা চতুর্থ অবস্থানে রয়েছে। ৬২২ জন করোনা রোগী নিয়ে রামু উপজেলা পঞ্চম অবস্থানে রয়েছে। ৫৮৪ জন করোনা রোগী নিয়ে মহেশখালী উপজেলা ষষ্ঠ অবস্থানে রয়েছে। ২৭২ জন করোনা রোগী নিয়ে পেকুয়া উপজেলা সপ্তম অবস্থানে রয়েছে। ১০৩ জন করোনা রোগী নিয়ে কুতুবদিয়া উপজেলা অষ্টম অবস্থানে রয়েছে।

এদিকে, ২৬ মে পর্যন্ত গত ১৪ মাসে কক্সবাজার জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার। মারা গেছে ১১১ জন। মৃতদের মধ্যে ১৬ জন রোহিঙ্গা শরণার্থী (বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক)। অবশিষ্ট ৯৫ জন স্থানীয় নাগরিক। মোট আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১.১১%। এর মধ্যে, গত ২১ মে হতে ২৬ মে মে পর্যন্ত গত ৬ দিনে জেলায় মারা গেছে ৮ জন। এ ৬ দিনে গড়ে একজনেরও বেশি করোনা আক্রান্ত রোগী মারা গেছে। ৬ দিনে গড়ে মৃত্যুর হার ১.৩৩% জন। গত ২০ মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ছিলো মোট ১০৫ জন।

কক্সবাজার আরআরআরসি অফিসের স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, ২৬ মে পর্যন্ত ৩৪ টি ক্যাম্পে থাকা ৪৩ হাজার ২ জন রোহিঙ্গা শরণার্থীর নমুনা টেস্ট করে ১ হাজার ১২৩ জন রোহিঙ্গা শরণার্থীর শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। তার মধ্যে, উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প গুলোতে ৯৩০ জন এবং টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১৯৩ জন। আক্রান্তদের মধ্যে ১৬ জন রোহিঙ্গা শরণার্থী মারা গেছে। তবে গত এক বছরের তুলনায় চলতি বছরের এপ্রিল-মে মাসে ক্যাম্পগুলোতে রোহিঙ্গা শরণার্থী আক্রান্তের হার অনেক গুন বেড়েছে। শুধুমাত্র গত ১৭ মে থেকে ২৬ মে পর্যন্ত মোট ১০ দিনে রোহিঙ্গা শরণার্থীর মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে মোট ৩৫৩ জন। যা গড়ে প্রতিদিন ৩৫’৩০ জন।

সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এর দেওয়া তথ্য মতে, গত ২৬ মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৬৫৯ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৬’৫৯%। একই সময়ে কক্সবাজারে করোনা আক্রান্ত অসুস্থ রোগী রয়েছে ১ হাজার ১৫৩ জন। এর মধ্যে, হোম আইসোলেসনে রয়েছেন ৭৭২ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেসনে রয়েছেন ৩৮১ জন। তার মধ্যে, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছেন ৬৫ জন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালে রয়েছেন ১১ জন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালে রয়েছেন ৪ জন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের অভ্যন্তরে আইসোলেসন সেন্টার সমূহে রয়েছেন স্থানীয় জনগণ ৭৯ জন এবং রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ২২২ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬ মে পর্যন্ত সন্দেহজনক করোনা রোগীর নমুনা টেস্ট করা হয়েছে মোট ১ লক্ষ ৫১ হাজার ১৬৪ জনের। তার মধ্যে, কক্সবাজার জেলার নাগরিকদের নমুনা ৯০ হাজার ২৩১ জনের। রোহিঙ্গা শরণার্থীদের নমুনা ৪৩ হাজার ২ জনের। চট্টগ্রাম জেলার নাগরিকদের নমুনা ১১ হাজার ৯৪১ জনের এবং বান্দরবান জেলার নাগরিকদের নমুনা ৫ হাজার ৯৯০ জনের। কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা টেস্ট টেস্ট শুরু হয় ২০২০ সালে ২ এপ্রিল হতে। এর আগে ঢাকার মহাখালী আইইডিসিআর এর ল্যাবে কক্সবাজারের নাগরিকদের নমুনা টেস্ট করা হতো। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২০২০ সালের ১৫ এপ্রিল নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের কোনার পাড়ার তুমব্রু ‘জিরু পয়েন্ট’ এর আবু সিদ্দিক নামক তাবলীগ ফেরত একজন নাগরিকের নমুনা টেস্ট রিপোর্ট সর্বপ্রথম ‘পজেটিভ’ করা শনাক্ত হয়। তবে ঢাকার মহাখালী আইইডিসিআর এর ল্যাব থেকে করোনার নমুনা টেস্ট করে চকরিয়ার খুটাখালীর মুসলিমা খাতুন নামক একজন বয়স্ক মহিলার শরীরে কক্সবাজার জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, করোনা, মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন