কক্সবাজার-দোহাজারী রেল লাইনের উদ্বোধন ১১ নভেম্বর
কক্সবাজার-দোহাজারী রেল লাইন প্রকল্পের উদ্বোধনের নির্ধাতির তারিখ ১২ নভেম্বর পরিবর্তন করে একদিন এগিয়ে আগামী ১১ নভেম্বর করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সিরাজ-উদ-দৌলা খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার-দোহাজারী রেল লাইন প্রকল্পের উদ্বোধনের সময় একদিন এগিয়ে আনা হয়েছে। বহুল কাঙ্ক্ষিত রেল লাইনটি উদ্বোধনের সব প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র থেকে জানা যায়, উদ্বোধনের পর এই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে পারে ১ ডিসেম্বর।
ইতোমধ্যে ঢাকা থেকে কক্সবাজার এই পথে ভাড়া প্রস্তাবনা করা হয়েছে। এ পথে নন-এসি অর্থাৎ শোভন চেয়ারে ৫১৫ টাকা ও এসি সিটে ৯৮৪ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। এসি সিটে ১৫ শতাংশ ভ্যাটসহ ভাড়া হবে ১ হাজার ১৩২ টাকা। ভ্যাটসহ এসি কেবিনে ১ হাজার ৩৬৩ ও এসি বার্থে ভাড়া পড়বে ২ হাজার ৩৬ টাকা।