কঠোর বিধি-নিষেধের প্রথম দিনে পানছড়িতে প্রশাসনের কড়া নজরদারী
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এবারের বিধিনিষেধ আগের চেয়ে কঠোর হওয়ার বার্তা মাইকিং করে জানিয়ে দেয়া অব্যাহত রেখেছে পানছড়ির স্থানীয় প্রশাসন।
কঠোর বিধি-নিষেধের প্রথম দিনে পানছড়ির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। সেই সাত সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই মাঠে কাজ করছে পানছড়ি থানা পুলিশ।
ওসি মোহাম্মদ দুলাল হোসেনের নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি’র টহল অব্যাহত রয়েছে।
ওসি জানান, স্বাস্থ্যবিধি ও আইন অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পানছড়ি হাসপাতাল সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা পঞ্চাশ জন। যার মাঝে পঁচিশ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।