কাউখালী মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

fec-image

পঞ্চম পর্যায়ে রাঙ্গামাটির কাউখালী ও পাহাড়ের তিন উপজেলাসহ সারাদেশে আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩০ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এসব মডেল মসজিদ উদ্বোধন করেন।

ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, গণপূর্ত অধিদফতরের বিভাগীয় পরিচালক আবুল কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, ওসি মো. পারভেজ আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মসজিদের ইমাম সাহেবগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

১২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, ওযু ও নামাজের জন্য আলাদা জায়গা। মসজিদে নারী-পুরুষ মিলে প্রায় ছয় শতাধিক মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবেন।

এছাড়া মসজিদে হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থাসহ ইসলামিক কনফারেন্স রুম রয়েছে।

এছাড়াও সাংস্কৃতিক কর্মকান্ড এবং ইসলামী দাওয়াত, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সাথে দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধাও থাকবে এই মসজিদে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্বোধন, কাউখালী, প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন