কাপ্তাইয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার দাসিং মং মার্মা উপজেলার চন্দ্রঘোনা থানার কারিগরপাড়া এলাকার থোয়াইনু মার্মার ছেলে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনের দিক নির্দেশনায় থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে ঘটনার দিন বেলা ১১টায় এসআই মো.মকবুল হোসেন, এএসআই অশোক শীল ও সঙ্গীয় ফোর্স রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি দাসিং মং মার্মাকে (৪২) গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে ওই দিনই জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।