কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের আলোচনা সভা ও ঋণ বিতরণ

fec-image

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” ওই প্রতিপাদ্য সামনে রেখে কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

সোমবার ( ১ নভেম্বর ) রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে জাতীয় যুব দিবস পালন, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন, সমাজকর্মী নুর বেগম মিতা, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই নতুনবাজার বনিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক। পরে প্রধান অতিথি চারজন মাঝে ২লক্ষ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলোচনা, ঋণ, কাপ্তাইয়ে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন