কুতুবদিয়ায় একই পরিবারে ৪ জন আক্রান্ত


কুতুবদিয়ায় একই পরিবারে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) নমূনা পরীক্ষায় উত্তর ধুরুং কালারমার মসজিদ পাড়ায় মোজাহেরুল হকের পরিবারে ৩ জনের ফলাফল পজিটিভ আসে। এর আগে ১৫ জুন ওই পরিবারে আরেক জনের পজিটিভ হয়েছে।
স্বাস্থ্য বিভাগের করোনা প্রতিরোধ কমিটির প্রধান ডা. মো. জায়নুল আবেদীন জানান, ওই পরিবারে মেহেরুজ্জামানের দেহে করোনা ভাইরাস শনাক্ত হলে সংস্পর্শে সন্দেহ হলে তার পরিবারে বেশ কয়েকজনের নমূনা সংগ্রহ করা হয়।
শুক্রবার এদের মধ্যে মেহেরুজ্জামানের মা মমতাজ বেগম(৬৫) কামরুল ইসলামের স্ত্রী তামান্না বেগম (৪০) ও শাহনেওয়াজের স্ত্রী সোনামন বেগম (২৫) এর রেজাল্ট পজিটিভ আসে।
বাকিদের নমূনা নেগেটিভ রেজাল্ট এসেছে। এ নিয়ে উপজেলায় এখন ১৪ জন করোনায় আক্রান্ত হলো।
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, কুতুবদিয়া
Facebook Comment